• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
অবৈধভাবে বালু উত্তোলণ ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নে নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ভূঞাপুরে বালুর ঘাটে ভ্রাম্যমান আদালত

অবৈধভাবে বালু উত্তোলণ ২ লাখ টাকা জরিমানা

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ আগস্ট ২০১৯

বন্যা শেষ হতে না হতেই আবারোও শুরু হয়েছে অবৈধভাবে বালু উত্তোলণ। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নে নদী সংলগ্ন বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা বালুর ঘাটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন ও ভূঞাপুর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে বালু ঘাটের বিভিন্ন পয়েন্ট থেকে ২১ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে উপজেলার পুনর্বাসন গ্রামের রিয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে মহর কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ জনকে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলণ বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads