• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সাঁথিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষিকার মৃত্যু

সাঁথিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষিকার মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাঁথিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত এক শিক্ষিকার মৃত্যু

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

পাবনার সাঁথিয়ার জীবন নাহার (৪৪) (রত্না) নামে এক স্কুল শিক্ষিকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি পৌরসভাধীন নওয়ানী গ্রামের কাউন্সিলর রকিবুল ইসলামের স্ত্রী ও সাঁথিয়া ২ নং সঃপ্রাঃ বিদ্যালয়ের সহ-শিক্ষিকা।

সম্প্রতি তিনি ওই বিদ্যালয়ে বদলী হয়ে আসছিলেন। এর আগে তিনি গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে তার সহকর্মীসহ স্কুলের ছাত্র/ছাত্রী ও তার এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে ,এবারের ঈদে জীবন নাহার তার বাবার বাড়ী ঢাকাতে ঈদ করতে যায়। ভালভাবে ঈদের পরে বাড়িতে চলে আসে। এসেই হঠাৎ জ্বর হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁথিয়া ডায়াগনষ্টিক সেন্টারে ডেঙ্গু টেষ্ট করলে পজিটিভ ধরা পড়ে। রতœার ভাই ও বোন দুজনই ডাক্তার হওয়ায় ওই রাতেই তাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার দুপুরে সে মারা যায়। কর্মজীবনে তিনি হাস্যজ্জ্বল সদালোপী শিক্ষিকা ছিলেন। স্কুলের ছাত্র/ছাত্রীরা খবই আন্তরিক ছিলেন। তার অকাল মৃত্যুতে তার সহকর্মীবৃন্দসহ ছাত্র/ছাত্রী ও এলাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্বামী ও নাবালক ২ ছেলে সন্তানসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads