• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
সাপের কামড়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

সাপের কামড়ে শিক্ষার্থী মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সাপের কামড়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৯

দিনাজপুরের নবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে রিদনীর (৯) নামের প্রথম শ্রেনীর স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার বাড়িতে বাবা-মা না থাকায় বিকেলে বাড়ীর গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গেলে এ দুূটনা ঘটে।

সে উপজেলা পরিষদ বিদ্যানিকেতনের প্রথম শ্রেনীর শিক্ষার্থী।

প্রতিবেশীরা জানান- উপজেলার শ্যামপুর গ্রামের রাজেনুর রহমান(রাজু)র একমাত্র ছেলে সন্তান রিদনীর । প্রতিদিনই স্কুল ছুটির পর বাড়িতে বন্ধুদের সাথে খেলা করতো সে। শনিবার বাড়িতে বাবা-মা না থাকায় বিকেলে বাড়ীর গোয়াল ঘরে গরুকে খাবার দিতে যায় রিদনীর । এসময় তার পায়ে বিষাক্ত কিছু কামড় দিয়েছে বলে চিৎকার দিয়ে মাটিতে লুঠে পড়ে সে। এসময় তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে তার বাবাকে ফোনে সংবাদ দেয়। পরে বাবা সহ স্থানীয়রা শিশুটিকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়ার পরার্মশ দেয়। পরে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শত চেষ্টা করেও সন্তানকে বাচাঁতে না পেরে আত্মহারা হয়ে পড়েছে বাবা-মা। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে সাথে পুরো গ্রামে নেমেছে শোকের ছায়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads