• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ ইউপিডিএফ সদস্য নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ আগস্ট ২০১৯

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়দামে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ইইপিডিএফ সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা না গেলেও তারা খীসাপন্থি ইউপিডিএফ এর সদস্য বলে জানা গেছে।

আজ দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- জিতেন্দ্র চাকমা (৪৫), নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

আইএসপিআর সূত্র জানায়, সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। এ সময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিনজন মারা যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিরাপত্তাবাহিনীর কর্মীরা রোববার রাতে এই তিনজনকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে নির্জন এলাকায় তাদের লাশ দেখতে পান এলাকাবাসী।

এদিকে ঘটনার পর পুরো এলাকায় জনমনে ভীতির সঞ্চার হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads