• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সেনবাগে সাবেক এমপিপুত্রসহ গ্রেপ্তার ১১

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে সাবেক এমপিপুত্রসহ গ্রেপ্তার ১১

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৯

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী ও সাবেক এমপির ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছেন-  সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের দুলাল হোসেন মনিরের ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাউছার আহমেদ প্রকাশ জুয়েল, ছাতারপাইয়া ইাউনিয়নের বিরাহিমপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মো. বাহার, তার ভাই মো. ইউসুফ, কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. শাহাজাহানের ছেলে সাইফ উদ্দিন প্রকাশ বিপ্লব, বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে আবুল হোসেন, সেনবাগ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিন রাজারামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে কবির আহম্মদ, একই গ্রামের আবুল বাশারের ছেলে রুহুল আমিন ও তার ভাই মো. ইয়াছিন, একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. খোকন, ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামের বজলের রহমানের ছেলে আবুল হাশেম ও নোয়াখালী সদরের পশ্চিম মাইজদীর আবুল কালামের ছেলে মো. শুভ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সেনবাগ থানার ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads