• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে ৭ বাড়িতে দুর্বৃত্তের আগুন

বাহির থেকে ঘরের দরজার শিকল আটকে ৭টি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈরে ৭ বাড়িতে দুর্বৃত্তের আগুন

এলাকায় আতঙ্ক

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুটি গ্রামে বুধবার রাতে এক সাংবাদিকের বাড়িসহ সাতটি বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় আগুন নেভাতে গিয়ে ৩-৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ওই সব এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উত্তরবক্তারপুর এলাকায় বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পত্যক্ষদর্শীরা জানান, বাহির থেকে ঘরের দরজার শিকল আটকে দিয়ে প্রথমে ওই এলাকার স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পর্যায়ক্রমে পাশের ফজল হক, আব্দুল কদ্দুস, সোহেল রানা ও আয়নাল হকের বাড়িতে একইভাবে আগুন দেওয়া হয়। এছাড়া উপজেলার জানেরচালা গ্রামেও একইভাবে আরো দুটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় বাইরের কোনো শব্দ শুনে ঘুম থেকে উঠে আগুন দেখতে পান এসব পরিবারের লোকজন। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ঘরের দরজা খুলে দেয় এবং আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। আগুনে আসবাবপত্র, জামা-কাপড়, টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে প্রায় ৩-৪ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে প্রতিটি ঘরের দরজায় বাইরে থেকে শিকল আটকে আগুন দেয়াকে একটি পরিকল্পিত নাশকতা বলে উল্লেখ করেছেন স্থানীয়রা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, আগুনের ঘটনাটি বখাটেরা ঘটিয়ে থাকতে পারে। তবে কি কারণে এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো বুঝতে পারতেছি না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads