• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ঘোড়াঘাটে ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ সেপ্টেম্বর ২০১৯

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে সনাক্ত করে। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা।

জানা যায়, গত ১৩ আগষ্ট উপজেলার কলাবাড়ী গ্রামের বাবলু মিয়ার ছেলে আঃ রহিম (৩০) ও ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকার সম্রাট মিয়ার ছেলে আশিক (২০) ডেঙ্গু সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের শরীরে ডেঙ্গু সনাক্ত করে চিকিৎসক। ৪-৫ দিন চিকিৎসা শেষে তারা পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। অপর দিকে গত ২৮ শে আগষ্ট গায়ে তীব্র জ্বর ও শরীর ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় উপজেলার চেংগ্রামের ইউসুফ আলীর স্ত্রী রাশেদা বেগম (৩০)। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরেও ডেঙ্গু ধরা পড়ে। ঐ দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আঃ রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ডেঙ্গু সনাক্তের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, ডেঙ্গু নিয়ে ভয়ের কোন কারন নেই। সচেতনতা অবলম্বন করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসা প্রদানে আমরা কঠোর অবস্থানে রয়েছি।ডেঙ্গু পরীক্ষা করার যাবতীয় মেডিকেল সরঞ্জাম ও মেডিসিন পর্যাপ্ত পরিমানে আমাদের মজুদ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads