• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৯

কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায় সিটি বেকারি, আইসক্রীম তৈরির কারখানা ও খাবার হোটেল চন্দ্রা ফুড প্লাজা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ব্যবসা চালাচ্ছে। নানা রকমের রং মিশিয়ে তৈরি করা হয় বেকারি ও আইসক্রীম।

এ সময় সিটি বেকারির মালিক মো. গোলাম কিবরিয়াকে ২০ হাজার টাকা, আইসক্রীম কারখানার মালিক মো. আক্তার হোসেনকে ২০ হাজার টাকা ও খাবার হোটেল চন্দ্রা ফুড প্লাজার ম্যানেজার মো. মিন্টু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত উপস্থিত ছিলেন সহকারী ভূমি ইশতিয়াক আহমেদ ও কালিয়াকৈর থানা পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads