• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্ব বিস্মিত : মেজর রফিক

দেহলা পাকা রাস্তা হতে খামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাকা সড়কের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্ব বিস্মিত : মেজর রফিক

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০১৯

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেছেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিশ্ব বিস্মিত হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে চাঁদপুরের শাহরাস্তিতে উনকিলা-পিপলকরা ও দেহলা পাকা রাস্তা হতে খামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নব-নির্মিত সড়কের উদ্বোধন শেষে শেষে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ আইএমএফও বলছে- দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ প্রথম স্থানে আছে। দেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ হয়েছে, আগামীতে সেটি আরও বাড়বে।

কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দরদী মনোভাবের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশেল প্রতিটি মানুষের জন্যই বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা নিবেদিতপ্রাণ। তিনি জেগে আছেন বলে দেশের মানুষ আজ শান্তিতে ঘুমায়।

উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক খোকন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান মো. সেলিম, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক ফারুক দর্জি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads