• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গোয়ালন্দে চালককে অচেতন করে অটো রিক্সা ছিনতাই

গোয়ালন্দ ম্যাপ

সারা দেশ

গোয়ালন্দে চালককে অচেতন করে অটো রিক্সা ছিনতাই

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ সেপ্টেম্বর ২০১৯

গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজারে এঘটনা ঘটে। অসুস্থ অটো রিক্সা চালক ইকবাল শেখকে (১৮) গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চালককে কেকের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে অটো রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের মো. কামাল শেখের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার থেকে অজ্ঞত দুই যাত্রী গোয়ালন্দে আসার কথা বলে ইকবালের অটো রিক্সা ভাড়া করে। এরপর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্সের ভেতরে ওই দুই যাত্রী অটো চালক ইকবালকে কেক খওয়ায়। এর কিছুক্ষনের মধ্যে ইকবাল অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা কমপ্লেক্সে সোনালী ব্যাংকের সামনে ফেলে দিয়ে যাত্রীবেশী ওই দুই ছিনতাইকারী অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা ইকবালকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ইকবালকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তার পরিবারের লোকজনকে খবর দেয়।

গোয়ালন্দ ঘাট থানার এসআই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটো চালক ইকবাল এখনো অসংলগ্ন কথাবার্তা বলছেন। তিনি সুস্থ্য হলে তার কাছে ঘটনার বিস্তারিত শুনে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া অটো রিক্সাটি উদ্ধারের চেষ্টা করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads