• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কলমাকান্দায় লাইসেন্সবিহীন রিকশা-অটোরিকশা, রাজস্ব বঞ্চিত সরকার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দায় লাইসেন্সবিহীন রিকশা-অটোরিকশা, রাজস্ব বঞ্চিত সরকার

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ সেপ্টেম্বর ২০১৯

কলমাকান্দায় শত শত লাইসেন্সবিহীন রিকশা অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে। আর এসব রিকশা অটোরিকশার চালকদের অধিকাংশই শিশু-কিশোর। অটোরিকশার চালকদের নেই ফিটনেস, রোড পারমিট ও ড্রাইভিং লাইসেন্স। আর এসব অদক্ষ চালকদের কারণে ঘটছে নানা ঘটনা দুর্ঘটনা। এছাড়া এসব অদক্ষ চালকদের অনেকেরই প্রতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষা না থাকায় যাত্রীদের সঙ্গে চালকদের ঝগড়া-বিবাদ প্রায়ই লেগে থাকে। অদক্ষ রিকশা চালকদের অনেকেই জোর করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক অটো রিকশার ভাড়া নির্ধারণ কোনো চার্ট কিংবা বোর্ড টানানো না থাকায় এসব চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছেন অনেকেই। উপজেলা সদরের রিকশা চালকেরা ১০ টাকার ভাড়ার জায়গায় কোনো কোনো যাত্রীর কাছ থেকে ২০-৩০ টাকা আদায় করে থাকে।

সূত্রে জানা যায়, একটি অসাধু রিকশা মালিক চক্র রাতের বেলা অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে অটোরিকশার ব্যাটারিগুলো চার্জ দেয়। আর অর্থের লোভ দেখিয়ে সুকৌশলে শিশু-কিশোরদেরকে অটোরিকশা চালাতে বাধ্য করে। উপজেলার সচেতন মহলের দাবী প্রশাসনের কঠোর নজর দারী না থাকলে এসব শিশু চালক আর অবৈধ রিকশার জঞ্জাল দিন দিন আরো বৃদ্ধি পাবে। আর সরকার হারাতে থাকবে মোটা অংকের রাজস্ব।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের কলমাকান্দা উপজেলার শাখার সভাপতি আব্দুর রশিদ আকন্দ বলেন, উপজেলার সর্বত্র লাইসেন্সবিহীন অপ্রাপ্ত বয়স্ক ছোট ছোট বাচ্চারা ঐ সব রিকশা/অটোরিকশা চালাচ্ছে। ইউনিয়ন পরিষদ বিধি মোতাবেক লাইসেন্স প্রদানসহ ভাড়ার তালিকা দৃষ্টিগোচর স্থানে ঝুলিয়ে দেওয়ার বিধান থাকলেও তা পালন করা হচ্ছে না। এ ব্যাপারে বার বার প্রশাসনকে অবহিত করা হলেও বাস্তবে কিছুই হচ্ছে না।

এ বিষয়ে কলমাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা বলেন, আমরা লাইসেন্স গ্রহণের জন্য বার বার প্রচারণা ও মাইকিং করা হলেও কেউই লাইসেন্স গ্রহণ করছে না। ভাড়ার তালিকা অতি শীঘ্র দৃষ্টিগোচর স্থানে টানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে অচিরেই অভিযান পরিচালনা করে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads