• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাঞ্ছারামপুরে শিয়ালের কামড়ে ২৪ ঘন্টায় আহত ৩২

ছবি : সংগৃহীত

সারা দেশ

বাঞ্ছারামপুরে শিয়ালের কামড়ে ২৪ ঘন্টায় আহত ৩২

  • বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও শেকেরকান্দি গ্রামে রবিবার ও আজ সোমবার ২৪ ঘন্টার ব্যবধানে শিয়ালের কামড়ে অন্তত ৩২ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। অন্যান্য আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড এলাকায় একটি পাগলা শিয়াল রাস্তায় পথচারীদের কামড়ে দেয়। এ ঘটনায় অন্তত ২২ জন নারী-পুরুষ আহত হয়েছেন। পার্শ্ববর্তী উজানচরের শেকেরকান্দি গ্রামে আজ সোমবার সকালে অন্তত ১০ জনকে শিয়াল আক্রমন করে।

 ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন স্থানীয়রা। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন বলেন, আহতদেরকে দ্রুত তাদের ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads