• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

কালীগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ সেপ্টেম্বর ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে আবু সাইদ মোল্লা (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের চরবাঘুন গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

উদ্ধারকৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য চরবাঘুন গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।     

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম জানান, সকালে বাড়ীর পিছে একটি আম গাছে প্লাস্টিকের রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্য দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। বিভিন্ন সময় বাড়ীর লোকজনকে বলতেন তিনি মরে যাবেন বা বাড়ী ছেড়ে চলে যাবেন। তিন ছেলে চাকরি করেন। এক মেয়ে মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে। তবে পারিবারিকভাবে কোন পিছুটান বা অভাব-অনটন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads