• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে তরিকাপন্থিদের উদ্যোগে পবিত্র আশুরা পালিত

ফাইল ছবি

সারা দেশ

কালিয়াকৈরে তরিকাপন্থিদের উদ্যোগে পবিত্র আশুরা পালিত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০১৯

তরিকাপন্থিদের অরাজনৈতীক সংগঠন বাংলাদেশ ত্বরিকত এ মজলিশের উদ্যোগে ১০ই মহরম যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা উদযাপন করা হয়। এই দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল,তবারক বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ত্বরিকত এ মজলিশের সাধারণ সম্পাদক ডা.জয়নাল আবেদীনের বাসভবন উপজেলার মহরাবহ এলাকায় বাদ আসর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দেওয়ান আলাউদ্দিন মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বাংলাদেশ ত্বরিকত এ মজলিশের প্রধান উপদেষ্টা, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবার শরীফের পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী, আল বৈরাবরী (বিএসএস আনার্স এমএসএস),উপদেষ্টা প্রফেসর নজরুল ইসলাম বাদল পীর সাহেব, ডা. জয়নাল আবেদীন, চানমিয়া আল চিশতি,আল হেলাল চিশতি, আব্দুল বারেক পীর সাহেব,সাংবাদিক সুহেল মিয়া, জুযেল হোসেন ও এড. রফিকুল ইসলাম প্রমুখ।আলোচনা সভা শেষে পবিত্র আশুরা উপলক্ষে মিলাদ- কিয়াম পরিচালনা করেন পীরজাদা আব্দুল আলীম অভি পরে দেশ ও দশের শান্তি কামনা করে বিশষে মোনাজাত পরিচালানা করেন কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক সুহেল মিয়া।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads