• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ২

নাটোর ম্যাপ

সারা দেশ

নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ২

  • নাটোর প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৯

নাটোরের গুরুদাসপুর থেকে ছইরুদ্দিন সরদার নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে উপজেলার জ্ঞানাদা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছইরুদ্দিন সরদার চাঁচকৈড় মধ্যমপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তারেক মন্ডল ও তার শ্বশুড় আমিন মন্ডল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের জ্ঞানাদা গ্রামের তারেক মন্ডলের কাছ থেকে ছইরুদ্দিন ৩০ হাজার টাকা সুদের উপর ধার করেন। সেই টাকা সুদে আসলে ৯০ হাজার টাকায় দাঁড়ায়। পরে ছইরুদ্দিন সেই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। এমতাবস্থায় তারেক টাকা আদায় করার লক্ষ্যে বৃহস্পতিবার ছইরুদ্দিন সরদারকে ধরে নিয়ে গিয়ে তার শ্বশুড় আমিন মন্ডলের বাড়ীতে আটকে রাখে। এদিকে ছইরুদ্দিন বাড়ীতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তার খোঁজ খবর করতে থাকে। কিন্তু দুই দিনেও কোন খোঁজ পাওয়া যায়নি। পরে রবিবার সকালে ছইরুদ্দিনের মরদেহ তারেকের শ্বশুড় বাড়ীর একটি কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের পরিবারে দাবি, সুদের টাকার জন্য ছইরুদ্দিনকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads