• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
লৌহজংয়ে বাল্যবিয়ে, মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

প্রতীকী ছবি

সারা দেশ

লৌহজংয়ে বাল্যবিয়ে, মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৯

লৌহজং উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলার যশলদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলীমা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন মেদিনীমন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন ও মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা লায়লা সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর প্রমুখ।

সভার উল্লেখযোগ্য দিক ছিল বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় প্রায় ২৫ জন মসজিদের ইমাম ও কাজী উপস্থিত রেখে বাল্যবিয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads