• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
গোপালগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে খাবার পন্য তৈরী ও খোলা পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোপালগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে খাবার পন্য তৈরী ও খোলা পরিবেশে খাবার বিক্রির দায়ে ৫টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার সিকির বাজার ও ঘাঘর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার সিকির বাজারের মেসার্স মা ব্রেড এ- বিস্কুট বেকারিতে অভিযান চালানো হয়। এসময় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশিয়ে খাদ্য দ্রব্য তৈরী ও প্যাকেটে খুচরা মূল্য লেখা না থাকার দায়ে ওই বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই উপজেলার ঘাঘর বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানো দায়ে ৪টি হোটেলকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলুসহ কোটালিপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সচেতনতামূলক লিফলেট স্টিকার বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads