• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
গাড়ি ঠেললেন আঞ্চলিক পরিচালক!

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গাড়ি ঠেললেন আঞ্চলিক পরিচালক!

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ সেপ্টেম্বর ২০১৯

প্রত্নতত্ম অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কার্যালয় কুমিল্লায়। এই অফিসের একটি মাত্র মাইক্রোবাস। তা আবার প্রতি সপ্তাহে কমপক্ষে তিনবার বিকল হয়ে পড়ে। বিকল হলে আঞ্চলিক পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ঠেলে চালুর ব্যবস্থা করেন।

প্রত্নতত্ম অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের সূত্র জানায়,কুমিল্লা অঞ্চল প্রত্ম সম্পদে ভরপুর। চীনা ভ্রমণকারী হিউয়েন সাঙের মতে, দেড় হাজার বছর আগে কুমিল্লায় ৩০টি বৌদ্ধ বিহার তথা বিশ্ববিদ্যালয় ছিল। তৎকালীন বৃটিশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে,কুমিল্লায় ৫২টি প্রত্ম স্থাপনা রয়েছে। তার মধ্যে মাত্র ১২টি খনন হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ঐহিতাসিক স্থাপনা রয়েছে। এগুলো পরিদর্শন ও তদারকিতে গাড়ির প্রয়োজন। কুমিল্লা কার্যালয়ের জন্য একটি পাজারো জিপ কেনা হয়েছিল। পরে গাড়িটি ফেরত নিয়ে একটি মাইক্রোবাস দেওয়া হয়। গাড়িটি প্রায়ই বিকল হয়ে পড়ে।

সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল বলেন,কুমিল্লার ঐতিহ্য ও পর্যটন কেন্দ্র নিয়ে কাজ করতে গিয়ে প্রত্মতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের অনেক সঙ্কট নজরে পড়েছে। গাড়িসহ অন্যান্য সংকটগুলোর সমাধান হলে কুমিল্লা অঞ্চলে পর্যটনের বিকাশ ঘটবে।

গাড়ির সংকটের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড.আতাউর রহমান বলেন,আমাদের কর্ম পরিধি সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত। প্রায়ই পথে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। গত জুন মাসে গাড়ি বিকল হলে মোটর সাইকেল যোগে আসতে গিয়ে দুর্ঘনায় পড়ি। একটি ভালো গাড়ির জন্য অধিদপ্তরে আবেদন জানিয়েছি। গাড়ি পেলে আমাদের কাজের গতি আরো বাড়বে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads