• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সিরাজগঞ্জে পাঁচ ঘন্টায় চার বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে পাঁচ ঘন্টায় চার বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৯

সিরাজগঞ্জে এক দিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্য বিয়ের আয়োজন করায় বর ও কনের অভিভাবকদের জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বিকেলে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের টুকরা ছোনগাছা গ্রামের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন আঁখি (১৬), সন্ধ্যায় পৌর এলাকার কোবদাসপাড়ায় একাদশ শ্রেনীর ছাত্রী হাসি খাতুন (১৬), রাত ৮টায় খোকশাবাড়ী  ইউনিয়নের শৈলাবাড়ী গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা খাতুন (১৩) ও  রাত ১০টায় রতনকান্দি ইউনিয়নের পশ্চিম গজারিয়া গ্রামে অভিযান চালিয়ে নবম শ্রেণীর ছাত্রী আমিনা খাতুনকে (১৪) বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করা হয়। এসব বাল্যবিয়ের আয়োজন করায় অভিভাবকদের ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads