• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
'ক্যাসিনো শামীম' বিএনপির সৃষ্টি: স্থানীয় সরকার মন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

'ক্যাসিনো শামীম' বিএনপির সৃষ্টি: স্থানীয় সরকার মন্ত্রী

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর ২০১৯

'ক্যাসিনো শামীম' বিএনপির সৃষ্টি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, যতই আওয়ামী লীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না।যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা জেলা-উপজেলা পর্যায়ে চালানোর আহ্বানও জানান তিনি।

আজ শনিবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথ সভায় তিনি একথা জানান।

গতকাল শুক্রবার বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদক ও অস্ত্রসহ যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করেছে র‌্যাবের সদস্যরা।গ তার কার্যালয়ের ভেতর থেকে ডলার, মদ, আগ্নেয়াস্ত্র, নগদ টাকা, এফডিআর চেক উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় তার দেহরক্ষী সাতজনকে।

তাজুল ইসলাম বলেছেন, অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্যের বীজ-বৃক্ষ তৈরি করেছে বিএনপি।  শেখ হাসিনার সরকার ওয়াশ আউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে রূপান্তর করবে আওয়ামী লীগ ।

তিনি বলেন, যুবলীগ ছাত্রলীগের দখল তদবির বরদাশত করা হবে না।  অন্যায়ের সঙ্গে সহবস্থান করার সুযোগ নেই।

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এড.ইউনুস ভূইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস চেয়ারম্যান মহাব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হীরাসহ আরো অনেকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads