• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
রাণীনগরে দুর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করলেন ডিসি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রাণীনগরে দুর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করলেন ডিসি

  • রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৯

নওগাঁর রাণীনগর উপজেলায় প্রথমবারের মত দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ করেছে সরকার। দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের কাবিটা ও টিআর কর্মসূচির বিশেষ খাতের অর্থে মানবিক সহায়তায় হতদরিদ্র পরিবারের জন্য এই উপজেলায় ১৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে।

আর এই দুর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করলেন নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) মো: হারুনু-অর-রশীদ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের সুবিধাভোগী মুন্টু হোসেনের বাড়ি ও রনসিংগার গ্রামের আনোয়ারা বেগমের দুর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ আরো অনেকেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads