• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নোয়াখালীতে স্পিরিট পান করে ৫ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

সারা দেশ

নোয়াখালীতে স্পিরিট পান করে ৫ জনের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্পিরিট মেশানো কোমল পানীয় পান করে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আশঙ্কাজনক আরো ছয় জনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার মোহাম্মদ নগর গ্রামের মহিন উদ্দিন (৪০), বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের নুর নবী মানিক (৫০), পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের রবি লাল রায় (৫৭), চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৭২) ও সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন সবুজ (৬০)। 

কোম্পানীগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, স্পিরিট পানে পাঁচ জনের মৃত্যুর খবর শুনে তাদের বাড়ি পরিদর্শন করেছি। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো একজনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এর আগে, তিন জনকে দাফন করা হয়েছে।

তিনি জানান, স্পিরিট বিক্রেতা ডা. জায়েদের ছেলে প্রিয়মকে আটক করেছে পুলিশ। তবে জায়েদ পলাতক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads