• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দাকোপ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়

খুলনা ম্যাপ

সারা দেশ

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দাকোপ ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়

  • দাকোপ (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৯

খুলনার দাকোপ উপজেলার পানখালি ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পানখালি ফেরিঘাটে যাত্রীদের পারাপারের ব্যাপারে সরকার কর্তৃক নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ফেরি ও খোয়াঘাটের ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদ- দেন নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় অভ্যন্তরীণ নৌ চলাচল আইনের ১৯৭৬ সালের ৬১ ধারায় উপজেলার পানখালি গ্রামের মো. সোহেল চৌধুরীর ছেলে মো. আকাশ চৌধুরীকে (২৪) ৩০ হাজার টাকা ও খোয়া আইনের ১৮৮৫ ও ১৮৬০ সালের বিভিন্ন ধারায় উপজেলার হোগলাবুয়িা গ্রামের ফজলুর রহমান গাজীর ছেলে মো. অহিদ গাজীকে (২৫) ১৫ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, সরকার নির্ধারিত টোল আদায়ের আদেশ অমান্য করে ফেরিতে গাড়ি প্রতি সাতশ থেকে আটশ টাকা ও খোয়াঘাটে জনপ্রতি চার টাকা বাধ্যতামূলকভাবে আদায় করা হয়। এদিকে, অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে ফেরি ও ঘাট ইজারাদার ভুল স্বীকার করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আবদুল ওয়াদুদ বাংলাদেশের খবরকে বলেন, অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে আদেশ অমান্যের সত্যতা পায়। সরকার কর্তৃক নির্ধারিত টোলের থেকে বেশি টাকা আদায়ের অপরাধে ইজারাদারকে পৃথক পৃথকভাবে ৪৫ হাজার জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads