• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০১৯

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তবে বড় ধরনের সংঘর্ষ ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন-  ছাত্রলীগ কর্মী খালেক ও শফিক। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, নতুনভাবে কমিটি গঠন নিয়ে শনিবার কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইনের মধ্যে কলেজ ক্যাম্পাসে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে রোববার কলেজ ক্যাম্পাসে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’গ্রুপের কয়েকজন নেতাকর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছুরিকাঘাতে দুই জন আঘাত পায়। তবে তারা কোন গ্রুপের তা জানা যায়নি।

ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads