• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রাজশাহীর ১৩ স্থানে এক্সপেরিয়েন্স জোন

সংগৃহীত ছবি

সারা দেশ

টেলিভিশনের তারহীন প্রযুক্তিসেবা জানাতে

রাজশাহীর ১৩ স্থানে এক্সপেরিয়েন্স জোন

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০১৯

দেশের প্রথম চালু হওয়া টিভি সংযোগের তারহীন প্রযুক্তিসেবা আকাশ ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) এর বিষয়ে জানাতে রাজশাহীর ১৩টি স্থানে বসেছে ভ্রাম্যমাণ এক্সপেরিয়েন্স জোন। রোববার থেকে চালু হওয়া এই এক্সপেরিয়েন্স জোন আগামী বুধবার পর্যন্ত শ্রেণীর গ্রাহক ও আগ্রহীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়।

জোনগুলোতে আসা গ্রাহকরা প্রযুক্তি কীভাবে কাজ করে, এর উপকারিতা, বৈচিত্র্যময় ফিচার এবং মূল্য সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ফ্রি ইনস্টলেশন চার্জ এবং ছাড়কৃত মূল্যে আকাশ ডিটিএইচ সংযোগ কেনা যাবে।

এক্সপেরিয়েন্স জোনগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী মহানগরের জিরো পয়েন্ট, উপশহর, পদ্মা আবাসিক এলাকা, কাজলা, সিএন্ডবি মোড়, লক্ষ্মীপুর, আলুপট্টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিনোদপুর বাজার, সাহেব বাজার, বানেশ্বর বাজার, নওহাটা বাজার, কোর্ট স্টেশন বাজার। এ স্থানগুলো ছাড়াও রাজশাহী জেলাজুড়ে আকাশ ডিটিএইচ ব্যবহারের অভিজ্ঞতা ও তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে পিক আপ ট্রাকে স্থাপিত এক্সপেরিয়েন্স জোন।

এর আগে গত মে মাসে দেশে প্রথমবারের মত বিশ্বমানের ডিটিএইচ সেবা ‘আকাশ’ চালু করে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে এটি সেবা প্রদান করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads