• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সীতাকুণ্ড রেলস্টেশন সড়কের বেহাল দশা, জনগণের ভোগান্তি চরমে

সীতাকুণ্ড স্টেশন সড়কের বেহাল অবস্থা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সীতাকুণ্ড রেলস্টেশন সড়কের বেহাল দশা, জনগণের ভোগান্তি চরমে

  • মো. নাছির উদ্দিন অনিক, সীতাকুণ্ড
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৯

সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত তাও কাদা আর পানিতে ভর্তি, পিচ উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই । আলোবিহীন সড়কে সন্ধ্যা হতে অন্ধকারময়, পৌরসদরের কলেজ রোড হয়ে বটতলা কালী মন্দির থেকে রেল স্টেশন পর্যন্ত প্রায় ৪০০মিটারের এই রেল স্টেশন সড়কের এই হল বাস্তব চিত্র। গত ১০ বছর ধরে এই সড়কটির অবস্থা বেহাল হওয়ায় জনগণের ভোগান্তি চরমে। এই কারণে জনমনে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হচ্ছে।

সূত্রে জানা যায়, সড়কটির মালিক বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।স্টেশন থেকে মালামাল আনা-নেওয়াসহ নিত্য ট্রেন যাত্রীরা এই সড়ক দিয়ে আসা যাওয়া করতো। বহু বছর আগ থেকে রেল কর্তৃপক্ষ সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ থেকে সরে দাঁড়িয়েছে। রেলের সড়ক এই অজুহাতে পৌরসভা কর্তৃপক্ষও দায়িত্ব নিতে অনাগ্রহ। ওই সড়ক দিয়ে প্রতিদিন পৌরসভার ৩নং মধ্যম মহাদেবপুর ওয়ার্ডের কলেজ রোড, গোডাউন রোড, ডাকবাংলা রোড, সীতাকুণ্ড স্টেশনসহ বিভিন্ন এলাকার ২০হাজার মানুষ যাতায়াত করেন। সংস্কারবিহীন ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় তাদের।

স্টেশন সড়ক এলাকার বাসিন্দা অব্দুল খালেক রুবেল বলেন, এই সড়ক দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত ট্রেন যাত্রী আসা-যাওয়া করে। যানবাহন যেতে চায় না লক্কর-ঝক্কর সড়কটি দিয়ে। একটু বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার সড়কটি মেরামত করার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া মেলেনি।

এ প্রসঙ্গে সীতাকুণ্ড স্টেশন মাষ্টার মতিলাল বড়ুয়া জানান, একসময় ট্রেনের পাটবাহী বগি থেকে মালামালা লোড করে ওই সড়ক দিয়ে স্টেশন থেকে বিভিন্ন মিলে নিয়ে যেত। এখন সেটা বন্ধ হয়ে গেছে। এছাড়া ট্রেনের নিয়মিত যাত্রী সাধারণ স্টেশন প্লাটফর্মে যেতে ভিন্ন পথ অবলম্বন করায় স্টেশন সড়কটির প্রয়োজন অনেকটা কমে গেছে। যার কারনে রেল কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে মাথাব্যাথা নেই। তবে রাস্তাটি সংস্কারের করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম বলেন, সড়কটি রেলওয়ে জায়গার ওপর হওয়ায় সংস্কারে জটিলতার সৃষ্টি । সড়কটি পৌরসভার হলে এতো অবহেলায় পড়ে থাকতো না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads