• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
দৌলতদিয়া থেকে নারী-শিশু উদ্ধার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দৌলতদিয়া থেকে নারী-শিশু উদ্ধার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৯

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে নাছরিন আক্তার (১৯) নামের এক নারী ও ছয় মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া নারীর স্বামী জিয়ারুল ইসলাম জানান, তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া মন্ডলপাড়া গ্রামে। তিনি ঢাকা সাভারে রংমিস্ত্রির কাজ করেন। তার স্ত্রী নাছরিন আক্তার গ্রামের বাড়িতে থাকে। সে কিছুটা মানষিক প্রতিবন্ধী। গত রোববার তার স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিল না। এ পরিস্থিতিতে মঙ্গলবার সকালে গোয়ালন্দ ঘাট থেকে তাকে ফোন করে তার স্ত্রীর কথা জানানো হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, সোমবার দিনগত রাতে দৌলতদিয়া ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ওই নারী ঘোরাফেরা করছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে তার পরিবারের সদস্যদের খুঁজে বের করা হয়। মঙ্গলবার বিকেলে তার স্বামীর হাতে ওই নারী ও তার সন্তানকে বুঝিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads