• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ জেলে আটক

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ জেলে আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৯ জেলে আটক

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও দুইটি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা জবদ্ধ করা হয়েছে। মধ্য রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৪ জেলেকে এক মাস করে বিনাশ্রম ও ৫জনকে অর্থদন্ড করা হয়। রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস ও ইমতিয়াজ হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য ও স্থানীয় পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী।

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হচ্ছে ফারুক হোসেন,আমির হোসেন,আনোয়ার হোসেন,আজগর হোসেন,রিপন উদ্দিন,হাসান,আলাউদ্দিন,জাহাঙ্গীর আলম,শাহীন,হেলাল উদ্দিন,সুজন মিয়া,আরিফ হোসেন,গনি মিয়া,মুুছা কালিম উল্যাহ। অন্যদিকে অর্থদন্ডপ্রাপ্তরা হচ্ছে আলী হোসেন,আবুল হোসেন,আজাদ উদ্দিন,সফিক উল্যাহ ও তোফাজ্জল হোসেন। তাদের বাড়ি রামগতি,কমলনগর ও নোয়াখালী জেলার বাসিন্দা।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ সাংবাদিকদের জানান, নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১৯জেলেকে আটক করে ১৪জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫জনকে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। নিষোধাজ্ঞা সময় ২২দিন মাছ শিকার,পরিবহন,মজুদ ও বাজারজাতকরন অথবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিদিন নদী মৎস্য বিভাগ,জেলা প্রশাসন ও কোষ্টগার্ডের যৌথ অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে। এ আইন আমান্য করলে ১ থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয়দন্ডের বিধান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads