• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সীমান্ত পেরিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩ র‌্যাব সদস্য

সংগৃহীত ছবি

সারা দেশ

সীমান্ত পেরিয়ে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে বিএসএফের হাতে আটক ৩ র‌্যাব সদস্য

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০১৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে মাদক উদ্ধার ও ব্যবসায়ীকে ধরতে গিয়ে র‌্যাবের তিন সদস্য ও দুই মহিলা সোর্সসহ পাঁচজন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্তের ১০ নং গেইট দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে বিএসএফ।

আটককৃত তিন র‌্যাব সদস্য হলেন- কনস্টেবল রিদান বড়ুয়া, আবদুল মজিদ ও সৈনিক ওয়াহিদ। তবে র‌্যাবের সঙ্গে থাকা দুই মহিলা সোর্সের নাম জানা যায়নি।

জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জলিল ও হাবিলের বাড়িতে যায় র‌্যাবের দুই মহিলা সোর্স। তাদের বাড়িতে গিয়ে ওই দুই সোর্স মাদক সেবন শেষে ক্রয়ের অপার করলে জলিল এবং হাবিল বিক্রির জন্য রাজি হয়। পরবর্তীতে র‌্যাব চার বান্ডিল জাল টাকা নিয়ে ভারতে প্রবেশ করে এবং ব্যবসায়ী জলিল এবং হাবিলকে আটক করতে চেষ্টা করে র‌্যাব। খবর পেয়ে স্থানীয় অন্যান্য মাদক ব্যবসায়ীরা র‌্যাবের তিন সদস্য এবং দুই মহিলা সোর্সকে আটক করে মারধর শুরু করে।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ওসি শাহাজান কবির জানান, র‌্যাবের ভাষ্যমতে জানা যায় দুই মহিলা সোর্সের মাধ্যমে তিন র‌্যাব সদস্য মাদক উদ্ধার এবং দুই ব্যবসায়ীকে আটক করতে সীমান্তে যায়। সেখানে স্থানীয়রাসহ মাদক ব্যবসায়ীরা তাদেরকে আটক করে। এলাকাটা ভারত সীমান্তের ভিতরে হওয়ায় বর্তমানে তিন র‌্যাব সদস্য ও দুই মহিলা সোর্স বিএসএফ এর হেফাজতে রয়েছে। পুলিশ এবং বিজিবি সীমান্তে রয়েছে। আমার যোগাযোগ রাখছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads