• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে ৪৮ জনের কারাদণ্ড

লৌহজংয়ে পদ্মানদীতে মা ইলিশ শিকার ও কেনার অভিযোগে গ্রেপ্তারকৃতরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মা ইলিশ রক্ষা অভিযান

লৌহজংয়ে ৪৮ জনের কারাদণ্ড

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

লৌহজংয়ে পদ্মানদীতে মা ইলিশ শিকার ও কেনার অভিযোগে ৪৮ জন জেলে ও ক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত লৌহজং উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মৎস্য অধিদপ্তর, মাওয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।

এসময় পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে ৬৪জন জেলে ও ক্রেতাকে আটক করা হয়। পরে জেলার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজুর রহমান ও ইলিয়াস শিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের বিভিন্ন মেয়াদে জেল দেন। আটক ৬৪ জনের মধ্যে ৩৩ জনকে ২০ দিন, ১২ জনকে ১৭ দিন, ৩ জনকে ৩ দিন করে কারাদন্ড দেওয়া হয়। আটক বাকিদেরকে অপ্রাপ্ত বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী বিবেচনায় দণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া আটক ৮টি মাছ ধরার ট্রলার পানিতে ডুবিয়ে ও ১ লাখ মিটার কারেন্ট জাল পুঁড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ৩০০ কেজি মাছ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, আটকদের থানা থেকে ছাড়াতে আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের স্বজনদের থানা মাঠে উপস্থিতি ছিল বেদনাদায়ক। সারাদিন অনাহার থেকে আটকদের জন্য তদবিরে ব্যস্ত ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads