• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতীকী ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মামরকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় ও  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেন এর ছেলে রকি’র সঙ্গে ওই ইউনিয়নের মামরকপুর গ্রামের গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদের এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার রাতে রকি ও তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গাজী আওলাদ ও তার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গাজী আওলাদ, গাজী আরমান, ও মোরসালিনসহ ৫ জন আহত হয়। এদের মধ্যে  মোরসালিনকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে পাল্টা হামলার শিকার হয়ে রকি গ্রুপের আবু তাহের, বরকতুল্লাহ ও ওয়াজ করনী ওরফে আক্কু নামে পাচঁ জন আহত হয়েছে। এদের মধ্যে আবু তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ বিষয়ে গাজী আওলাদ জানান, দীর্ঘদিন ধরে রকি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এমন কি সে অবৈধভাবে মেঘনা নদী থেকে নিয়মিত বালু উত্তোলনের সাথে জড়িত। আমরা এসব ব্যাপারে প্রতিবাদ করলে রকি ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়। অপরদিকে রকি মিয়া জানান, তারাই প্রথমে আমাদের উপর হামলা চালিয়েছে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads