• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কালুখালীতে ৮ জেলের কারাদণ্ড

কালুখালীতে ৮ জেলের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইলিশ রক্ষা অভিযান

কালুখালীতে ৮ জেলের কারাদণ্ড

  • কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ অক্টোবর ২০১৯

রাজবাড়ী জেলার কালুখালীর পদ্মা নদীতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে চলমান ইলিশ রক্ষা অভিযানে ৮ জেলের ১৭ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বিকেল থেকে রাত ১টা পর্যন্ত এ মোবাইল কোর্টে তাদেরকে পদ্মা নদী থেকে আটক করা হয়। এসময় প্রায় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।

কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছগুলো এতিম খানায় বিতরণ করা হয়। মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, সহকরাী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, কালুখালী থানা পুলিশ ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads