• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিচ্ছেন মেহের আফরোজ চুমকি এমপি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৯

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুই দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। শেষ হবে বুধবার বিকেলে।

জানা গেছে, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া এফপিএবি অফিসে ১৫-১৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিষেশজ্ঞ ডাক্তার উপজেলার দুঃস্থ, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। মঙ্গলবার সকালে তিনি প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন এবং সেখানে চিকিৎসা সেবা নেন।

এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মাকসুদ-উল-আলম খান মাসুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবারব পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান শরীফুল ইসলাম সরকার তোরণ, ওই ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. আলমগীর হোসেনসহ উপজেলা, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads