• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাতক্ষীরায় জেলা প্রশাসকের ‘ক্লিন শহরে’ মেয়রের ময়লার স্তুপ!

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সাতক্ষীরায় জেলা প্রশাসকের ‘ক্লিন শহরে’ মেয়রের ময়লার স্তুপ!

  • কে এম আনিছুর রহমান, সাতক্ষীরা
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৯

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সম্প্রতি স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জেলাকে ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ ঘোষণা করেছেন। এটি বাস্তবায়ন করার লক্ষ্যে নিয়েছেনও বিভিন্ন উদ্যোগ। তবে জেলা প্রশাসকের ‘ক্লিন সাতক্ষীরা’ শহরে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি গড়ে তুলেছেন ময়লার স্তুপ।

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার এলাকা, বকুলতলা মোড়ে, দিবানৈশ ডিগ্রি কলেজ, তার পাশেই ল-কলেজ। এসব জনগুরুত্বপূর্ণ মোড়েই রয়েছে পৌরসভার ডাস্টবিন। তবে সেই ডাস্টবিনে কেউ আবর্জনা ফেলেন না, ফেলেন জনগুরুত্বপূর্ণ সড়কে। যা পথচারীসহ সবার দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় দোকানদার কবিরুল ইসলাম বলেন, রাস্তার ওপর ময়লা-আবর্জনার স্তুপ একদিনে গড়ে ওঠেনি। বড় বাজারের সব ময়লা-আবর্জনা ফেলা হয় বকুলতলা মোড়ের জনগুরুত্বপূর্ণ রাস্তার ওপর। এখান থেকে দুর্গন্ধ ছড়ায় চারদিকে। বিভিন্ন সময় এটা নিয়ে অভিযোগ দিলেও পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। পৌরসভার মোড়ে যে ডাস্টবিন রয়েছে সেখানে ময়লা- আবর্জনা ফেলে না কেউ, ফেলে রাস্তার ওপর।

স্থানীয় দোকানদার রাশেদুল ইসলাম বলেন, এটা মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসক রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন, আর মেয়র রাস্তায় ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করে দুর্ভোগ সৃষ্টি করছেন।

এদিকে, সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়া যোগরাজপুর মোড় এলাকাটি শহর থেকে একটু দূরে। তবে প্রধান এ সড়কের পাশেই নিয়মিত ময়লা-আবর্জনা ফেলছে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ। স্থানটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত সেখানে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ ছড়ায়। দুর্ভোগে পথচারীসহ আশপাশের মানুষ অতিষ্ঠ। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলা হলেও কোনো কাজ হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সড়ক দিয়ে নাক মুখ বন্ধ করে চলাচল করছেন পথচারীরা। পৌরসভার সব ফেলা ময়লা-আবর্জনা ওই স্থানে ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। ময়লার কারণে রাস্তার পাশের গাছগুলো মারা যাচ্ছে। ক্ষতি হচ্ছে আশেপাশের আবাদি কৃষি জমিরও।

এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোনের সংযোগ কেটে দেন। পরবর্তীতে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়তে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। কোনো অন্যায় কর্মকান্ড ও দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না। রাস্তার ওপর পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads