• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মনপুরায় ব্যবসায়ী আলাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবি

মনপুরায় ব্যবসায়ী আলাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বানববন্ধন করে এলাকাবাসী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মনপুরায় ব্যবসায়ী আলাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবি

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৯

ভোলার মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকার ও সার-কীটনাশক ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে মনপুরাবাসী।

আজ মঙ্গলবার দুপুরে মনপুরার হাজির হাট বাজারে দফায় দফায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ অংশগ্রহণ করে।

বিক্ষোভ শেষে স্থানীয় জনগণ আলাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। মনপুরা উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে মনপুরা উপজেলার আদালত প্রাঙ্গনে ঘেরাও করে মানববন্ধন অংশনেয় উপজেলার বিভিন্ন পেশার মানুষ। এছাড়াও একই সময় মনপুরা উপজেলার হাজিরহাট বাজারেও পৃথক একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তারা বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী এসএ কালামসহ বাকী খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান তারা। তারা আরো বলেন, যে পর্যন্ত খুনিদের ফাঁসি না হবে ততদিন পর্যন্ত তাদের এ বিক্ষোভ মাবনবন্ধন চলবে।

বক্তব্য রাখেন, মনপুরা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শাজাহান, সাংগঠনিক সম্পাদক অহিউল্লাহ কাজল, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী, মুক্তিযুদ্ধা আবুল কাসেম মাতাব্বরসহ ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রণীর পেশার মানুষ।

উল্লেখ্য, গত রবিবার (৬ অক্টোবর) রাত ১১ টা ৪৫ মিনিটে মনপুরা উপজেলার ফকিরহাট বাজারের ডাচ্ বাংলা ব্যাংকে এজেন্ট ও কীটনাশক ব্যবসায়ী আলউদ্দিন মোল্লা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে ফেরার পথে বাড়ির সামনে তাকে পরিকল্পীতভাবে গলা কেটে হত্যা করে। এই ঘটনার পরের দিন মনপুরা থানার পুলিশ মোঃ জয়নাল, আবুল কালাম, দিবাকর সাহা, মোঃ মাকসুদ, শাহিন, শামিমকে গ্রেফতার করে। এছাড়াও হত্যার মূল পরিকল্পনাকারী এসএ কালামসহ কয়েকজনকে এখন পুলিশ গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads