• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লার লোকালয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর!

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লার লোকালয়ে ১৫ ফুট দৈর্ঘ্যের অজগর!

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৯

বাংলাদেশের উত্তর-পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব অঞ্চলের মিশ্র চিরহরিৎ বন ও গরান বনাঞ্চলের অতি বিরল প্রজাতির ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর কুমিল্লার হোমনা উপজেলার লোকালয়ে ধরা পড়েছে। অজগরটিকে বুধবার বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী নৌশাদ জানান, বাঁশঝাড়ের পাশ দিয়ে গাছের গুড়ির মতো এঁকে-বেঁকে কিছু একটা চলতে দেখে চোখ আটকে যায় একজনের। একে একে সবার চোখ পড়ে ওটার দিকে। দ্রুত পাশের একটি খড়ের গাঁদার নিচে গিয়ে ঘাপটি মেরে যায় সাপটি। এদের একজন দৌঁড়ে বাড়ি থেকে টেঁটা নিয়ে এসে বিষধর সাপ মনে করে দ্রুতই টেঁটা দিয়ে সাপটির মাথায় বসিয়ে দেয়। টেঁটাবিদ্ধ আস্ত সাপটি টেনে বের করার পর তাদের চোখ চড়কগাছ; অজগর! ১৫ ফুট দৈর্ঘ্য এবং ১২ কেজি ওজনের পুরুষ অজগরটির বয়স দুই বছর। এটি উজানের পানিতে ভেসে আসতে পারে বলে ধারণা করেছেন বন বিভাগ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার হোমনা পৌর এলাকার বাগমারা গ্রামের ২ নং ওয়ার্ড কমিশনার আবুল হোসেনের বাড়ির খড়ের গাঁদা থেকে এটিকে উদ্ধারের ঘটনা ঘটে। অজগরটি যেখানে পাওয়া যায়, তার একটি দূরে একটি পানির জলা (খালের মতো) প্রবাহমান এবং একটি পুরনো বাঁশঝাড় রয়েছে।

পৌর কমিশনার আবুল হোসেন জানান, বিষধর সাপ মনে করে ছেলেরা অজগরটিকে টেঁটা দিয়ে আটক করে। পরে তারা এটিকে প্রশাসনকে খবর দিয়ে বন বিভাগের কাছে তুলে দেয়।

স্থানীয় যুবকদের সহায়তায় টেঁটাবিদ্ধ অজগরটি রাতেই উপজেলা পশু সম্পদ কার্যালয়ে নেওয়া হলে এটিকে ব্যথানাশক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বন বিভাগের মাধ্যমে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়। সেখানে উন্নত চিকিৎসা দিয়ে কুমিল্লা চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads