• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
লক্ষ্মীপুরে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লক্ষ্মীপুরে শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৯

লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এসব আয়োজন করা হয়।

সকাল ৯টায় শেখ রাসেলকে নিয়ে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলা শিশু একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এরপর শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্লাহ, শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্লাহ আল জাব্বার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ।

পরে চিত্রাংকান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads