• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পাবলিক টয়লেট না থাকায় চরম বিপাকে যাত্রীরা!

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পাবলিক টয়লেট না থাকায় চরম বিপাকে যাত্রীরা!

  • মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৯

পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী কলেজ রোডস্থ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে কোন পাবলিক (গণশৌচাগার) টয়লেট ন‍া থাকায় চরম বিপাকে পড়তে হচ্ছে পথচারীসহ যানবাহনের অপেক্ষমান যাত্রীদের। আর চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে নারী যাত্রীদের। ব্যস্ততম এ এলাকা জুড়ে রয়েছে মার্কেট, ফলের দোকান, ফাষ্টফুট, কাঁচাবাজার ও চায়ের দোকানসহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। এখানে পাবলিক টয়লেট ও পয়‍ঃনিস্কাশনের ব্যবস্থা না থাকায় এক প্রকার বাধ্য হয়েই খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগ করতে হচ্ছে যাত্রীদের, ফলে দূষিত হচ্ছে পরিবেশ।

মির্জাগঞ্জ থেকে প্রতিদিন দুরপাল্লার ৫/৬টি বাস (বরগুনা-ঢাকায় যাতায়াতকারী পরিবহন) সহ কমপক্ষে ১৫/১৮টি যাত্রীবাহী বাস বরিশাল, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ফিরে আসে। এছাড়াও বাকেরগঞ্জ-বরগুনা ভায়া সুবিদখালী সড়কের গুরুত্বপূর্ণ এ স্ট্যান্ডটিতে প্রতিদিন নারী ও শিশুসহ শত শত যাত্রীর সমাগম ঘটে এবং তারা বাস, রিক্সা, অটো রিক্সার জন্য এখানে অপেক্ষা করে থাকেন, কোন কোন সময় এসকল যাত্রীদের কে ঘন্টার পর ঘন্টাও অপেক্ষা করতে হয়। কিন্তু এখানে কোন পাবলিক টয়লেট না থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় তাদের। বিশেষ করে মহিলা ও শিশুদের যেন একটু বেশিই অসুবিধায় পড়তে হয়।

এছাড়াও দৈনন্দিন নানা কাজে উপজেলার ৬টি ইউনিয়নের মানুষকে উপজেলা সদরে আসতে এ বাসস্ট্যান্ডটি ব্যবহার করতে হচ্ছে। পশ্চিমে বরগুনা জেলার বেতাগী, পূর্বে পটুয়াখালী জেলা, দক্ষিণে বরগুনা জেলা এবং উত্তরে বরিশাল বিভাগে যাওয়া-আসার গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড এটি, অথচ এখানে কোন পাবলিক টয়লেট না থাকায় দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আশেপাশের মার্কেটগুলোতে দু’একটি টয়লেট থাকলেও নিজেদের স্বার্থে ব্যবসায়ীরা তা তালাবদ্ধ করে রাখেন, ফলে বিড়ম্বনায় পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। এলাকাবাসী দুর-দুরান্তের যাত্রীদের কথা বিবেচনা করে এখানে একটি পাবলিক টয়লেট নির্মাণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েছেন।

ঢাকাগামী পরিবহনের জন্য অপেক্ষমান যাত্রী মোঃ মাকসুদুুর রহমান ও মোঃ সোহেল মিয়ার সাথে আলাপকালে তারা বলেন, এখানে পাবলিক টয়লেট না থাকায় আমাদেরকে বেশ ভোগান্তির শিকার হতে হয়। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করতে হয়, ফলে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে। এখানে একটি পাবলিক টয়লেট নির্মাণ খুবই জরুরী।

ব্যবসায়ী মোঃ মিরাজ হোসেন বলেন, পাবলিক টয়লেট না থাকায় যাত্রীরা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। পুরুষ যাত্রীদের থেকে বেশী ভোগান্তিতে পড়তে হয় মহিলা ও শিশুদের। দূর্ভোগ লাঘবে দ্রুত একটি পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানান তিনি।

ঢাকা-বরগুনা রুটে চলাচলকারী পটুয়াখালী এক্সপ্রেসের মালিক মোঃ নেছার উদ্দিন হাওলাদার জানান, এখানে টিকেট কাউন্টারগুলোতেও ওয়াস রুমের ব্যবস্থা না থাকায় যাত্রীরা যত্রতত্র মল-মূত্র ত্যাগ করায় প্রতিনিয়ত এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাই অতি দ্রুত সুবিদখালীর প্রধান এ বাস স্ট্যান্ড সংলগ্ন একটি পাবলিক টয়লেট নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে।

উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, পাবলিক টয়লেট না থাকায় বাধ্য হয়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা রাস্তার পাশে প্রাকৃতিক কাজ সেরে ফেলেন, এতে পরিবেশ নষ্ট হয় এবং দুর্গন্ধ ছড়ায়। দূর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য উপজেলা সদর সুবিদখালী বাসস্ট্যান্ডে একটি পাবলিক টয়লেট একান্তই আবশ্যক। এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads