• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইলিশ নিয়ে পালাতে গিয়ে 'নালায় পড়ে' প্রবাসীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ইলিশ নিয়ে পালাতে গিয়ে 'নালায় পড়ে' প্রবাসীর মৃত্যু

  • রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৯

ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকায় ইলিশ নিয়ে যাওয়ার সময় মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানের নামে একটি চক্রের তারা খেয়ে আতঙ্কে নালায় পড়ে বাবুল হাওলাদার (৫০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত বাবুল হাওলাদার উপজেলার চর উত্তমপুর এলাকার মৃত ইউসুফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদিতে কর্মরত ছিলেন। গত কয়েকমাস আগে বাড়ি আসেন এই বাবুল হাওলাদার। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে বিষখালী নদীতে মা ইলিশ নিধন করছে। আর তা থেকে বাবুল হাওলাদার কিছু মাছ কিনে বাড়ি ফিরছিলেন।পথে মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানের নামে অতি উৎসাহী একটি চক্রের তারা খেয়ে ভয়ে পালিয়ে যাওয়ার সময় পশ্চিম বড়ইয়া এলাকার ফকিরবাড়ির পশ্চিম পার্শ্বে সুপারি বাগানের ভেতরে থাকা গভীর নালায় পড়ে গিয়ে নিখোঁজ হন বাবুল হাওলাদার। পরে আত্মীয়রা তার লাশ ওই নালা থেকে উদ্ধার করে।পরে পুলিশ গিয়ে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

নিহতের মেয়ে  বলেন, বাবার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাকে খুঁজতে থাকলে এক পর্যায় তাকে নালার মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে থাকতে দেখি।   

এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল রাতেই আমরা পরিদর্শন করেছি। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads