• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ইলিশ শিকার, ৩ জেলের কারাদণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে ইলিশ শিকার, ৩ জেলের কারাদণ্ড

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৯

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৮ জেলের বিরুদ্ধে মামলা করেছেন বৈদ্যেরবাজার ফাঁড়ি নৌ-পুলিশ। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত ২ জেলেকে কারাদণ্ড ও এক জেলেকে জরিমানা করেছে।

আজ রোববার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়েছে।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার মেঘনা নদীতে মা ইলিশ মাছ শিকারের অপরাধে মিজান হোসেন, মো. জুলহাস, গোলাম মোস্তফা, কাউছার, মাসুদ রানা, গাজী সবুজ, নুরুল ইসলাম, জুয়েল মিয়া নামের ৮ জেলেকে আটক করে বৈদ্যেরবাজার নৌ পুলিশের একটি দল। এ সময় জেলেদের কাছ থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল, ২টি নৌকা ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

এ ঘটনায় নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল হালিম বাদি হয়ে জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এছাড়াও ইলিশ মাছ শিকারের দায়ে রিয়াজুল হক, মিলন মিয়া ও অজিত চন্দ্র নামে তিন জেলেকে আটক করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিয়াজুল হক ও মিলন মিয়াকে ১০ দিনের কারাদণ্ড এবং অজিত চন্দ্রকে ২ হাজার টাকা জরিমানা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads