• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নিহত ও হতাহতের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সভা

বগুড়া ম্যাপ

সারা দেশ

বোরহানউদ্দিনে তৌহিদী জনতার মিছিলে পুলিশের গুলি

নিহত ও হতাহতের প্রতিবাদে বগুড়ায় প্রতিবাদ সভা

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৯

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে বগুড়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ফতেহ আলী মোড়ে এসে এক সমাবেশ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহা ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন এর নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি আ, ন,ম, মামুনুর রশিদ, সেক্রেটারী প্রভাষক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, মুহা আবু তালেব, শাহাদত হোসেন, ফাহাদ হোসেন, মুহাঃ সোহরাব হোসেন, মুহাঃ গোলাম রব্বানী প্রমুখ।

সভায় বক্তরা বলেন, রসুল স. কে গালি দেওয়ার প্রতিবাদে ভোলায় বোরহানুদ্দিনে মুসলিম জনতা ক্ষোভ প্রকাশের আন্দোলন করছিল। ঠিক সেই সময় প্রশাসন কোন অধিকারে কার ইশারায় মুসলিম তৌহিদী জনতার উপর গুলি করেছে তার জবাব দিতে হবে। বক্তরা অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads