• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় দুইদিন ব্যাপি শচীন মেলার উদ্বোধন

ছবি : ‍বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় দুইদিন ব্যাপি শচীন মেলার উদ্বোধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৯

কুমিল্লায় দুই দিন ব্যাপি শচীন মেলার উদ্বোধন হয়েছে। ‘মর্ত্যরে রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’ এ স্লোগানে আজ শুক্রবার বেলা পৌনে ১১টায় নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মেলায় জেলা প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন ব্যানারে একাধিক স্টল রয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য একটি র‌্যালি নগরীর ইউসুফ হাইস্কুল থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চর্থা এলাকার শচীন দেব বর্মণের এর বাড়িতে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী, রাজস্ব মো. মঈন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিন্টু বেপারী, অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও অধ্যক্ষ জোহরা আনিছ প্রমুখ।

এদিকে বিকেলে দুই দিন ব্যাপি শচীন মেলা ঘিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি এমরান কবির চৌধুরী।

অন্যদিকে দ্বিতীয় দিন শনিবার শচীন মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এবং বিশেষ অতিথি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অংশগ্রহণ করবেন। মেলায় শচীন দেব বর্মণ সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সঙ্গীত প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads