• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সুবিধাবঞ্চিত ও অটিস্টিক শিশুদের নিয়ে পুলক বিদ্যা নিকেতনের যাত্রা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সুবিধাবঞ্চিত ও অটিস্টিক শিশুদের নিয়ে পুলক বিদ্যা নিকেতনের যাত্রা

  • ফেনী (সদর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৯

শিশুদের উপর নিষ্ঠুরতা যখন ঘাড় চেপে বসেছে ঠিক তখনই কিছু ভালো মনের মানুষের নতুন চিন্তা সত্যিই আশা জাগায়। শিশুদের  মন নিয়ে অনেক গবেষণা হয়েছে। শিশুদের  আগলে রাখা ও মানস তৈরিতে একটু ধৈর্য্য নিয়ে চলতে হয়। আর নতুন কিছু চিন্তায় পুলক বিদ্যা নিকেতন নামের স্কুলটি প্রতিষ্ঠা করেছেন নিজাম উদ্দিন পুলক। ফেনী সদর উপজেলার দাউদপুরে গত বছর জানুয়ারিতে যাত্রা শুরু পুলক বিদ্যা নিকেতনের। এ প্রতিষ্ঠানে নেই শিশুদের লেখাপড়ার চাপ।

প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণী রাখলেও শিশুদের সুবিধায় স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক নিজাম উদ্দিন পুলক শ্রেণীকে এক প্রকার লুকিয়ে রেখেছেন শিশুদের কাছ থেকে। যাতে স্কুল মনে না হয় শিশুদের  কাছে।

সরেজমিনে দেখা যায়,  কচি মুখগুলো তাদের স্বাভাবিক ছন্দে লেখাপড়া করছে। খেলাধুলা করতে করতে তার শিখছে।

পরিচালক জানালেন ‘‘ শিশুরা যতটুকু চায় আমরা ততটুকু দেই। বাড়তি কোনো চাপ নেই। ওরা ওদের মতো করে শিক্ষকের সান্নিধ্যে থেকে যা পড়ে-যতক্ষণ পারে ঠিক অতোটুকু। বই এর বোঝা ওদের  নেই বললেই চলে।”

এখানে গরীব, সুবিধা বঞ্চিত শিশু ও অটিস্টিক শিশুদের জন্যও ব্যবস্থা রয়েছে। তারা নাম মাত্র অর্থে স্কুলটিতে পড়ালেখা করছে। স্কুল শেষে দুপুরের পর আরবি শিখারও ব্যবস্থা রয়েছে প্রতিষ্ঠানটিতে। যা সম্পূর্ণ অবৈতনিক। সব শিশুরা নিজের ইচ্ছেমতো  এসে আরবী শিখতে পারছে। আরবী শিক্ষক প্রতিদিন  সময়ানুযায়ী হাজির থাকেন। দুয়েকজন দিয়েই পড়ানো আরম্ভ করেন। পড়ার আওয়াজে অন্যরা আসলে তাদেরও পড়ান । এভাবে চলে প্রতিদিন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads