• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
রামগঞ্জে পঞ্চাশ হাজার লোকের দূর্ভোগ

খানাখন্দে ভরা তিন কিলোমিটারের এ সড়কটি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

রামগঞ্জে পঞ্চাশ হাজার লোকের দূর্ভোগ

  • রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলীপুর-সমেষপুর-শাকতলা সড়কটির পুরো অংশ জুড়ে খানাখন্দে, দু’পাশ ভেঙ্গে, কার্পেটিং উঠে গিয়ে অর্ধযুগ থেকে চলাচলের অযোগ্য হয়ে আছে। ফলে এ সড়ক দিয়ে যাতায়াতকারী আলীপুর, সমেষপুর, সিরুন্দি, শাকতলা, রাজারামপুরসহ ৭/৮ গ্রামের অর্ধলক্ষাধিক লোকের উপজেলা শহরের সাথে যোগাযোগ, ডেলিভারীসহ এমারজেন্সি রোগি, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া, পারিবারিক নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা নেওয়ায় দূর্ভোগ চরম আকার ধারন করছে। বিগত একবছর যাবত রিক্সা থেকে তদুর্দ্ধ যানচলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, তিন কিলোমিটারের এ সড়কটি ২০০১-০২ অর্থবছর কাচা থেকে পাকা করা হয়। পাকা হওয়ার ৫/৬ বছর পর থেকে সড়কটি কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্ত ও দু’পাশ ভেঙ্গে আস্তে আস্তে বেহাল অবস্থা হতে থাকে। এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য বার বার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দাবী ও সংশ্লিষ্ট বিভাগেও লিখিত আবেদন করেন। সড়ক দূর্ঘটনা ও বার বার যানবাহন নষ্ট হওয়ার কারনে গত এক বছর থেকে মালিকরা এ সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।খুব অল্প সংক্ষক রিক্সা,সিএনজি চলাচল করলেও ভাড়া দিতে হয় তিন চারগুন বেশী।

সমেষপুর গ্রামের ফারুক হোসেন,বাচ্ছু মিয়া, শাহাবুদ্দিন পাটোয়ারী, শিক্ষক (অবঃ) আবদুল জলিল, সিরুন্দি গ্রামের আনোয়ার হোসেন পাটোয়ারী, আবু তাহের,শাকতলা গ্রামের ইউছুফসহ এলাকাবাসী জানান, সড়কটি সংস্কারের জন্য আমরা জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রসাশনের নিকট কয়েকবার আবেদন করেছি। কয়েকবার উপজেলা ইঞ্জিনিয়াররা এসে মেপে নিয়েছে। মানুষ প্রয়োজনীয় কাজে রামগঞ্জ শহরে, হাট বাজারে যাওয়া আসা খুব কষ্টভোগ করছেন। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে চায় না। রোগীদেরকে নিয়ে চরম বিপাকে পড়তে হয়।

ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া জানান, এলাকাবাসীও বলেছে এবং আমিও দেখেছি সড়কটির অত্যান্ত খারাপ অবস্থা। এমপিসহ এলজিইডি অফিসের সাথে যোগাযোগ করে চেষ্টা করছি সড়কটির সংস্কারের কাছ দ্রুত হবে।

উপজেলা প্রকৌশলী জাহিদুর হাসান জানান, জেলা নির্বাহী প্রকৌশলী অফিসের সাথে যোগাযোগ করে সড়কটি বর্তমানে কোন অবস্থায় আছে জানাতে পারবো। তবে খুব শীঘ্রই সড়কটির সংস্কারের হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads