• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
নেত্রকোনার সীমান্তে ভারতীয় অর্ধশতাধিক গরু আটক

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কালাপানি সীমান্ত এলাকা থেকে বিজিবি ৩১ ব্যাটালিয়ানের হাতে আটক ৫৩টি ভারতীয় গরু

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নেত্রকোনার সীমান্তে ভারতীয় অর্ধশতাধিক গরু আটক

  • নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত ০২ নভেম্বর ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ানের অভিযানে অবৈধ অনুপ্রবেশের ৫৩টি ভারতীয় গরু আটক হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পিলার ১১৭১/৮ এস কালাপানি এলাকায় গরুগুলো আটক করা হয়।

নেত্রকোনা বিজিবি’র ৩১ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, গোপনে সংবাদ ছিল একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশের ওই এলাকাটি দিয়ে ভারতীয় গরু অবৈধ ভাবে পাচার করছে। এ খবরের ভিত্তিতে বিজিবি’র ৩১ ব্যাটালিয়ানের লেঙ্গুরা ও খারনৈ বিওপির জোয়ানরা ওই অভিযানটি পরিচালনা করেন। অভিযানের সময় ৫৩টি গরু জব্দ করা হলেও পাচারকারিরা পালিছে।

জব্দকৃত এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ২৫ হাজার টাকা।

তিনি আরো জানান, গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads