• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সোনারগাঁয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাকান্দী ষ্ট্যান্ডে বিসমিল্লাহ টেলিকমে হামলা ভাংচুর ও লুটপাট

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

দাবীকৃত চাঁদা না পেয়ে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনাকান্দী ষ্ট্যান্ডে বিসমিল্লাহ টেলিকমে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা দুই জনকে পিটিয়ে আহত করেছে। এ বিষয়ে গতকাল রোববার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সনমান্দী ইউনিয়নের সোনাকান্দি গ্রামে আব্দুল মতিন মিয়ার ছেলে সানাউল্লাহর কাছে একই এলাকার শাহ আলম, গোলবক্স, নূর নবী, নাঈম মিয়া, শাকিল মিয়া, সাকিব মিয়া, মতিন মিয়া, সজিব মিয়া ও সাইফুল ইসলাম চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গতকাল রোববার দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর, দোকানের ক্যাশে থাকা নগদ ৭০ হাজার ও মোবাইল ফোন সহ এক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা দোকান মালিক সানাউল্লাহ মিয়া ও তার আত্মীয় শাহীন মিয়াকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মামলার বাদী ও আহত সানাউল্লার পিতার আব্দুল মতিন বলেন, দাবীকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা আমাদের দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় এক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আমার ছেলে সহ দুই জনকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে শাহ আলম ও গোলবক্সের সঙ্গে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads