• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদন্ড

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়ির কারাদন্ড

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৯

ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ জুয়াড়িকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমান আদালতে তাদের কারাদন্ড দেন।

দন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার ইকরাশী গ্রামের জয়নাল বেপারীর ছেলে আহাদুল বেপারী (৩০), ফুলতলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (১৯) এবং লক্ষীপ্রসাদ গ্রামের হানিফ মোল্লার ছেলে জুলহাস মোল্লা (৩৩)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইকরাশী গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রের পিছনের চকে জুয়া খেলার সংবাদ পেয়ে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।
পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads