• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্ততি দূর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায় এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে উপজেলার খাড়াজোড়া এলাকায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা কবিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কালিয়াকৈর থানা ওসি আলমগীর হোসেন মজুমদার, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম,পল্লীবিদুৎ ডি জি এম, কালিয়াকৈর পল্লীবিদুৎ ডি জি এম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের খবর পএিকার সাংবাদিক দেলোয়ার হোসেন, বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে, জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেড অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads