• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গোয়ালন্দ ঘাট থানার চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফাইল ছবি

সারা দেশ

গোয়ালন্দ ঘাট থানার চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় কর্তব্যরত চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে বলে জানা গেছে। দায়িত্বে অবহেলার কারণে এসব কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, গোয়ালন্দ ঘাট থানার উপ পরিদর্শক (এসআই) পরিমল কুমার, সহকারী উপ পরিদর্শক (এএসআই) শওকত আলী, সৈয়দ আলী ও সোহেল রানা।

সূত্র আরো জানায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সংগঠিত নানান অপকর্ম নিয়ন্ত্রণে প্রশ্নবিদ্ধ ভুমিকার কারণে ওই চার কর্মকর্তাকে রাজবাড়ী পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে গোয়ালন্দ ঘাট থানায় গেলে থানার ওসি রবিউল ইসলামকে না পেয়ে তার ফোনে একাধিকবার রিং করলে তিনি রিসিভ করেননি।

কি কারণে ওই চার পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে জানতে বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ শরিফ উজ জামানকে ফোন করলে তিনি বলেন, ‘ওসি সাহেবের সাথে কথা বলেন।’

ওসি সাহেব ফোন ধরছেন না বললে তিনি জানান, সাংবাদিক হিসেবে প্রশ্ন করতে পারেন। তবে এ বিষয়ে জানতে পরে ফোন দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads