• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সখীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা: প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপুরে ছাত্রলীগের কমিটি ঘোষণা: প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিমা বংকী গাধুর স্টেশন চৌরাস্তায় টায়ার ও কাঠের গুঁড়ি ফেলে আগুন দিয়ে অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। এ সময় সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

জানা যায়, বুধবার উপজেলা ছাত্রলীগ দাড়িয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কিন্তু ত্যাগীদের বাদ রেখে অছাত্রদের দিয়ে কাউকে না জানিয়ে ওই পকেট কমিটি দেওয়া হয়েছে দাবি করে পদবঞ্চিতরা সড়ক অবরোধ করে।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া আব্দুল্লাহ আল মারুফ, জুনায়েদ জুলহাস ও শাকিল সরকার বলেন, রাতের আধাঁরে কাউকে না জানিয়ে অছাত্রদের দিয়ে ছাত্রলীগের কোনো কমিটি হতে পারে না। আমরা ওই কমিটি মানি না।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম বলেন, সবার মতেরভিত্তিতেই কমিটি ঘোষণা হয়েছে। তারপরও একটি পক্ষ এর বিরোধিতা করছে। তবে যারা বিক্ষোভ করছে তারা সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্রলীগের কর্মী নন।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads